বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় | স্বাগতম......


বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৬৬ খ্র্রিঃ

MENU 

ভর্তি পরীক্ষার নীতিমালা

ভর্তির নিয়মাবলী :

বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়

হাতিয়া, নোয়াখালী।

website: www.bcshs.edu.bd

 ২০১৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ

স্মারক নং-১২১/১৫ (ভর্তি)                                                                            তারিখ-০৭.১১.২০১৫খ্রিঃ

সূত্র; শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭২.৪৪.০৯০.১২-৫৫৯, তারিখ-২৯/১০/২০১৫খ্রি;                                   

এতদ্বারা হাতিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক/শিক্ষিকা মন্ডলী, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রী ও তাহাদের অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল মহলের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির গৃহিত সিদ্ধান্ত মোতাবেক আগামি ২০১৬ শিক্ষাবর্ষে বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১২০ টি আসনের বিপরীতে “ভর্তি পরীক্ষার মাধ্যমে” নির্বাচিতদের মধ্য হইতে মেধার ভিত্তিতে ছাত্র/ছাত্রী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হইবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হইতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হইবে। সরকারি নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্ততি ও প্রতিবন্ধীদের এবং অত্র প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীগণের সন্তানদের ন্যুনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ থাকিবে। ভর্তি পরীক্ষায় ৫ম শ্রেণি মানের (বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-৩৫, বিজ্ঞান-১৫) মোট ১০০ b¤^‡ii সংক্ষিপ্ত বা এমসিকিউ প্রশ্ন করা হইবে। নিম্নে ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত নিয়মাবলী প্রদান করা হইলঃ

১. ভর্তি ফরম প্রাপ্তি স্থানঃ বিদ্যালয়ের অফিস কক্ষ।

২. ভর্তি ফরমের মূল্য-৫০/-টাকা

৩. ভর্তি ফরম বিতরণ  জমা  ০১/১২/২০১৫খ্রিঃ হইতে২৩/১২/২০১৫খ্রিঃ পর্যন্ত।

৪. ভর্তি পরীক্ষা-২৭/১২/২০১৫খ্রিঃ শনিবার সকাল ১০.০০ঘটিকা, বিদ্যালয় মিলনায়তন।

৫. ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণাঃ ৩০/১২/২০১৫খ্রিঃসকাল ১১.০০ ঘটিকা।

৬. ভর্তি   বই বিতরণ শুরুঃ ৩০ wW‡m¤^i ২০১৫খ্রিঃহইতে-

    ভর্তির সময়  কপি ছবি, পিএসসি পাশের b¤^i পত্র বিদ্যালয় প্রদত্ত প্রশংসা পত্র জমা দিতে হইবে।

৭. ক্লাশ আরম্ভ  ০৩/০১/২০১৬খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।

স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের আদেশক্রমে-

 

(নুর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম)

প্রধান শিক্ষক

বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়, হাতিয়া, নোয়াখালী।

মোবাইল ঃ ০১৭১৬০৪৪৬৬২

general 07-Nov-

১লা নভেম্বর হতে প্লে- থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হয় এবং বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির পরীক্ষার মাধ্যমে মেধা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়। প্রত্যেক শ্রেণিতে আসন সংখ্যা ৩০।যে শ্রেণিতে এর অধিকছা ছাত্র-ছাত্রী হয় শ্রেণিতে আলদা সেকশন করা হবে।

 

ভর্তি এবং অন্যান্য তথ্য

01716044662

Results

Publish Result in Burirchar Syedia High School

INFO

Sports

Burirchar Syedia High School

INFO

Class Exam Test

Class Exam Test in Burirchar Syedia High School

INFO

School Area

School Area in Burirchar Syedia High School

INFO